ভোরের বৃষ্টির হিমেল হাওয়ায়, ঘুমন্ত তোমার হাতের স্পর্শ! মুছে দেবে একলা রাতের, জমে থাকা অভিমানের গল্প।