একটি ছোট ঘরে যখন অন্ধকার নেমে আসে, তখন ২৫০ ওয়াটের একটি বাতিও সেই অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দেয়। ঠিক তেমনি আমাদের জীবনের প্রতিটি ক্ষণেও ছোট ছোট ভালোবাসা, সহানুভূতি কিংবা একটি হাসি হতে পারে কারো জীবনে আলো জ্বালানোর মতো শক্তি।
২৫০ ওয়াটের মতো হোক আমাদের আত্মার শক্তি—পরিষ্কার, স্থির, আর উজ্জ্বল। যাতে চারপাশের মানুষ উষ্ণতা পায়, ভালোবাসা পায়, আর খুঁজে পায় এগিয়ে চলার সাহস। শক্তি মানেই কেবল বিদ্যুৎ নয়, শক্তি মানে জীবনের গভীরতায় আলো ছড়ানোর ক্ষমতা।
তাই চলুন, নিজেকে এমনভাবে গড়ে তুলি, যাতে আমরা প্রতিদিন অন্তত একজন মানুষের জীবনে ২৫০ ওয়াটের আলো হয়ে উঠতে পারি।
Gefällt mir
Kommentar
Teilen
tamimahmod123
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
MD RAHAT AHMED
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?