Rydhcjv. H স্কাউটিং কি? কেন? স্কাউটিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : স্কাউটিং কী?
উত্তর : স্কাউটিং হচ্ছে যুব সম্প্রদায়ের জন্য একটি শিক্ষামূলক গতিশীল এবং বয়স্ক নেতাদের সহায়তায় পরিচালিত আন্দোলন যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক আন্দোলন।
প্রশ্ন : : যুব সসম্প্রদায়কে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্নিক শিক্ষা দিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগতভাবে সৎ, সুন্দর, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং।
প্রশ্ন : বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের মূলনীতি কী?
উত্তর : বিশ্বব্যাপী স্কাউট আন্দোলন নিম্নেবর্ণিত ৩টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত –
স্রষ্টার প্রতি কর্তব্য পালন (আধ্যাত্নিক দিক),
নিজের প্রতি কর্তব্য পালন (ব্যক্তিগত দিক),
অপরের প্রতি কর্তব্য পালন (সামাজিক দিক)।
প্রশ্ন : স্কাউটিং এর মূলনীতিকে ইংরেজীতে কী ভাবে বলা হয়?
উত্তর : স্কাউটিং এর ৩টি মূলনীতিকে ইংরেজিতে বলা হয় –
Duty to God,
Duty to Self and
Duty to Other.
প্রশ্ন : স্কাউটিং পদ্ধতি কী?
উত্তর : স্কাউটিং পদ্ধতি একটি ধারাবাহিক স্ব-শিক্ষামূলক প্রক্রিয়া, যার উপাদানগুলি হচ্ছে :
প্রতিজ্ঞা ও আইনের চর্চা এবং তার প্রতিফলন।
হাতে কলমে শিক্ষা।
ছােট ছােট দলের সদস্য হিসেবে কাজ করা (যেমন – ষষ্টক/উপদল পদ্ধতি)।
ক্রমােন্নতিশীল ও উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম (ব্যাজ পদ্ধতি)।
বয়স্ক নেতার সহায়তা।
প্রকৃতি পর্যবেক্ষণ।
প্রতীকি কাঠামাে।
সমাজ/গোষ্ঠীর সম্পৃক্ততা
প্রশ্ন : স্কাউট প্রােগ্রামের লক্ষ্য কী?
উত্তর : স্কাউট প্রােগ্রামের লক্ষ্য যথাক্রমে :
শেখার জন্য কাজ।
উপার্জনের জন্য শেখা।
বাঁচার জন্য উপার্জন।
সেবা কাজের জন্য বাঁচা।
প্রশ্ন : স্কাউট প্রােগ্রামের উদ্দেশ্য কী?
উত্তর : স্কাউট প্রােগ্রামের উদ্দেশ্য যথাক্রমে :
নাগরিকত্ববােধ উন্নয়ন।
বুদ্ধিমত্তার উন্নয়ন।
শারীরিক উন্নয়ন।
আধ্যাত্নিক উন্নয…
সৃজনী শক্তির বিকাশ সাধন।
নেতৃত্ববােধের বিকাশ সাধন।
সমাজ উন্নয়ন।
আত্ননির্ভরশীলতা।
প্রশ্ন : স্কাউটিং কবে থেকে শুরু হয়?
উত্তর : ১৯০৭ সাল থেকে স্কাউটিং শুরু হয়।
প্রশ্ন : কোথা থেকে স্কাউটিং শুরু হয়?
উত্তর : লন্ডনের পােল হারবারে অবস্থিত ব্রাউনসী দ্বীপ থেকে স্কাউটিং শুরু হয়।
প্রশ্ন : স্কাউট আন্দোলন কে শুরু করেন?
উত্তর : রবার্ট স্টীফেনশন স্মী
Sumir Roy
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟
Ridoy miah
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟