বন্ধু মানে শুধু হাসির গল্প নয়,
চোখের জল লুকিয়ে রাখা এক অনুভব।
যখন সবাই ছেড়ে যায় পথ,
তখন সে পাশে দাঁড়িয়ে থাকে চুপচাপ।
স্মৃতির পাতায় তুমি আছো আজও,
হঠাৎ হঠাৎ মনে পড়ে, বুকটা কাঁপে।
হয়তো দূরে আছো, হয়তো ব্যস্ত জীবন,
তবু মনের মন্দিরে তুমি সবচেয়ে আপন।
বন্ধু, সময় বদলেছে, বদলে গেছে পথ,
কিন্তু তোমার জন্য ভালোবাসা—একটুও নয় কম।
tamimahmod123
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?