32 안에 ·번역하다

মায়ের মত আপন পৃথিবিতে কেউ ভালোবাসে না।যতই বকা দেক না কেনো দিনশেষে সেই বুকে টেনে নেয়।জিবনে কতবার মায়ের মন ভেঙেছি।মায়ের অপর চিল্লা পাল্লা করেছি।কই মা তো কখনো ছেড়ে জায়নি।আর অন্য কারোর অপর একটু রাগ দেখালেই সে ছেড়ে চলে যায়।অনেক ভালোবাসি তোমায় মা।

image