31 w ·übersetzen
মাহশূন্যে মানুষের প্রথম যাত্রা:

মহাকাশে মানুষের যাত্রার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় ১৯৬১ সালের ১২ এপ্রিল। এই দিন সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগরিন (Yuri Gagarin) পৃথিবীকে পরিক্রমন করেন। তার পর ১৯৬৩ সালের ৪ ডিসেম্বর ‘স্টক-৬’ মহাশূন্যযানে প্রথম মহিলা হিসেবে সোভিয়েত ইউনিয়নের ভেলেনতিনা তেরেসকোভা মহাশূন্যে যান। এরপর আর থেমে নেই মানুষের মহাকাশ জয়ের আকাঙ্ক্ষা।