31 w ·übersetzen
চন্দ্রাভিযান:

মানুষ চন্দ্রপৃষ্ঠ সম্পর্কে প্রথম জানতে পারে ১৯৫৯ সালের অক্টোবরে ‘লুনার-৩’ উপগ্রহের মাধ্যমে পাঠানো চাঁদের অদৃশ্যমান অংশের ছবি থেকে। কালক্রমে চাঁদে ‘অ্যাপোলো-১১’ অভিযান বাস্তবায়ন শুরু হয়। ‘অ্যাপোলো-১১’ এর অভিযানের মাধ্যমে ১৯৬৯ সালের ১৬ জুলাই চাঁদের বুকে প্রথম পা ফেলেন দুইজন নভোচারী। প্রথমে আমেরিকার নীল আর্মস্ট্রং, এরপরে এডুইন অলড্রিন। ‘অ্যাপোলো-১১’ এর যে অংশটি চাঁদে অবতরণ করে তা হলো চারপায়া বিশিষ্ট লুনার মডিউল। ‘অ্যাপোলো-১১’ এর অভিযানে মানুষ প্রথমে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন।