মঙ্গলাভিযান:
বিজ্ঞানীরা চাঁদে অভিযান চালিয়ে সফলতার পর মঙ্গলগ্রহেও অভিযান পরিচালনা করেন। ১৯৬৫ সালে ‘মেরিনার-৪’ মঙ্গল গ্রহের যে ছবি পাঠায় তা থেকে এটিতে অসংখ্য অগ্ন্যুৎপাতজনিত গহ্বরের সন্ধান মেলে। ১৯৭১ সালের ১৯ মে ‘মার্স-২’ মহাশূন্যযান মঙ্গল গ্রহে প্রথম অবতরণ করে। মঙ্গলে অভিযানের অংশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA-National Aeronatics and space administration) ২০১২ সালের ৬ আগস্ট মঙ্গল কিউরিওসিটি রোবট পাঠিয়েছে যা এখনো মঙ্গলগ্রহে গবেষণা করছে। অদূর ভবিষ্যতে মঙ্গলে মনুষ্যবাহী যান পাঠানোর পরিকল্পনা করছে নাসা। এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে নিরন্তরভাবে।
বিজ্ঞানীরা চাঁদে অভিযান চালিয়ে সফলতার পর মঙ্গলগ্রহেও অভিযান পরিচালনা করেন। ১৯৬৫ সালে ‘মেরিনার-৪’ মঙ্গল গ্রহের যে ছবি পাঠায় তা থেকে এটিতে অসংখ্য অগ্ন্যুৎপাতজনিত গহ্বরের সন্ধান মেলে। ১৯৭১ সালের ১৯ মে ‘মার্স-২’ মহাশূন্যযান মঙ্গল গ্রহে প্রথম অবতরণ করে। মঙ্গলে অভিযানের অংশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA-National Aeronatics and space administration) ২০১২ সালের ৬ আগস্ট মঙ্গল কিউরিওসিটি রোবট পাঠিয়েছে যা এখনো মঙ্গলগ্রহে গবেষণা করছে। অদূর ভবিষ্যতে মঙ্গলে মনুষ্যবাহী যান পাঠানোর পরিকল্পনা করছে নাসা। এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে নিরন্তরভাবে।
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Xihab
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?
Ridoy miah
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?