অতিথি: ফিরে আসা
(পর্ব ১ – ডাক)
সুচিত্রার ঘটনার পর, অনিরুদ্ধ সেই বাড়ি বিক্রি করে শহরে ফিরে গিয়েছিলেন। কিন্তু ঠিক তিন মাস পর, একটি চিঠি এসে পৌঁছাল তাঁর ঠিকানায়—চিঠির খামের ওপর লেখা,
“পাঠানো হয়েছে অতিথি নিবাস, দোতলা ঘর, রাত ২:১৩”
তিনি অবাক হয়ে খাম খুললেন। ভেতরে লেখা মাত্র এক লাইন:
“তুমি শুধু ঘর ছেড়ে গেছ, কিন্তু তাকে নয়…”
চিঠিতে কোনো প্রেরকের নাম নেই।
কিন্তু সেই রাতে, তাঁর শহরের ফ্ল্যাটে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘড়ির কাঁটা যখন ঠিক ২:১৩ বাজায়, তিনি দেখলেন, জানালার কাচে একজন দাঁড়িয়ে। মুখ দেখা যায় না, কেবল সাদা শাড়ির ছায়া।
তিনি দৌড়ে দরজা বন্ধ করতে গেলেন—কিন্তু দরজার ওপর লেখা,
“এইবার আমিই অতিথি…”
#sifat10
Suka
Komentar
Membagikan
Ridoy miah
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?