মহাকাশযানের নতুন নকশা:
প্রথমবারের মতো কোনো কোনো গ্রহানুর পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করতে ২০১৮ সালে একটি মহাকাশযান পাঠানোর উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নতুন নকশার ‘ওসিরিস রেক্স’ নভোযানটি ২০১৬ সালে যাত্রা করে বেনু নামের একটি গ্রহানুতে পৌঁছাবে ২০১৮ সালে। আর সেখান থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে পাঠাতে পারবে ২০২৩ সালে। মহাকাশে ক্ষুদ্র নকশার কৃত্রিম উপগ্রহ কিউবস্যাটের বিচরণ শুরু হয় ২০০৩ সালে। জলবায়ু পর্যবেক্ষণের জন্য মার্কিন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এটি পাঠায়। কিউবস্যাটের আধুনিকায়নের মাধ্যমে প্রকৌশলীরা আরও ক্ষুদ্র নকশার ফায়ারফ্লাই উপগ্রহটি তৈরি করেছে। এর আকার ১০ সে.মি ১০ সে.মি ৩০ সে.মি এবং এর পরিভ্রমণ এলাকা ১৫ লাখ কি.মি (সূত্র নেচার)।
প্রথমবারের মতো কোনো কোনো গ্রহানুর পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করতে ২০১৮ সালে একটি মহাকাশযান পাঠানোর উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নতুন নকশার ‘ওসিরিস রেক্স’ নভোযানটি ২০১৬ সালে যাত্রা করে বেনু নামের একটি গ্রহানুতে পৌঁছাবে ২০১৮ সালে। আর সেখান থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে পাঠাতে পারবে ২০২৩ সালে। মহাকাশে ক্ষুদ্র নকশার কৃত্রিম উপগ্রহ কিউবস্যাটের বিচরণ শুরু হয় ২০০৩ সালে। জলবায়ু পর্যবেক্ষণের জন্য মার্কিন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এটি পাঠায়। কিউবস্যাটের আধুনিকায়নের মাধ্যমে প্রকৌশলীরা আরও ক্ষুদ্র নকশার ফায়ারফ্লাই উপগ্রহটি তৈরি করেছে। এর আকার ১০ সে.মি ১০ সে.মি ৩০ সে.মি এবং এর পরিভ্রমণ এলাকা ১৫ লাখ কি.মি (সূত্র নেচার)।
Beğen
Yorum Yap
Paylaş
Ridoy miah
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?