নষ্ট স্মৃতি
পর্ব ৬ – মুক্তি
রিয়ান ধীরে ধীরে সেই পুরনো রাতে ফিরে গেলেন নিজের স্মৃতির গহীনে। সে দেখল, কিভাবে সেই ভুল সিদ্ধান্ত একাধিক জীবনের উপর প্রভাব ফেলেছিল—তবু, সে এখন চাইছিল ক্ষমা পেতে এবং মুক্তি খুঁজে পেতে।
ফ্ল্যাটের কোণে দাঁড়িয়ে রিয়ান বলল,
— “আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাদের ভুলতে চাই না। আমি চাই তোমরা শান্তিতে থেকো।”
হঠাৎ বাতাস থেমে গেল। ঘরের সব আলো নিভে গেল। কিন্তু রিয়ানের মনে হল, যেন ওরা তাকে মাফ করে দিল।
পরের সকালে, রিয়ান ঘর থেকে বের হয়ে জানল—ঘড়ির কাঁটা আর থেমে নেই। আয়নাও আর কাঁপছে না। সে প্রথমবার শান্তি অনুভব করল।
স্মৃতি তার সাথে থাকবে, কিন্তু সে আর তাদের শত্রু নয়।
#sifat10
Gefällt mir
Kommentar
Teilen
Ridoy miah
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?