Xihab  
31 میں ·ترجمہ کریں۔

পূর্ণিমার রাতে চাঁদ দেখার আনন্দই যেন আলাদা। দিনের সূর্যের তাপ যেমন ত্বক জ্বালায়, তেমনি চাঁদের আলো হৃদয়কে শীতল করে। চাঁদ শুধু একটি গ্রহ নয়, বরং প্রেম, নীরবতা ও কল্পনার প্রতীক।

প্রাচীনকাল থেকেই চাঁদ নিয়ে লেখা হয়েছে অজস্র কবিতা, বলা হয়েছে অগণিত মনের কথা। মনীষী, কবি ও প্রেমিক সকলেই চাঁদকে তুলনা করেছেন ভালোবাসা, সৌন্দর্য আর নিরব অপেক্ষার সঙ্গে। চাঁদের আলো যেমন রাতকে মোহময় করে তোলে, তেমনই হৃদয়ে জাগিয়ে তোলে শান্তির ঢেউ।

এই লেখায় আমরা উপভোগ করবো চাঁদ নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস এবং উক্তি,যা পরে আশা করি আপনাদের ভালো লাগবে ।