ঢাকায় যারা আছি, কেউই বাসায় নেই।
অবস্থান পরিবর্তন করা লাগছে।
কারণ ডিবির হানা।।আটককৃতদের পাশবিক টর্চার করে সহযোদ্ধাদের লোকেট করা হচ্ছে।
হাহাহা। এ যেন একাত্তরের পুনরাবৃত্তি। যুদ্ধ চলমান। একসময় বইয়ের পাতায় পড়েছি ইতিহাস। আজ তা বাস্তবে ফাইট করছি।
এ যেন ভিডিও গেইমের মতোই জীবন। কখনো সাধারণ মানুষের ভীড়ে, কখনো মিছিলে, কখনো মসজিদে, কখনো ফুটপাতে।
এই সংগ্রামী জীবন, বুকপকেটে মৃত্যু।
অজানা ভয় কাটিয়ে দ্রোহের সাহস।
পরিবার ও প্রিয়জনের জন্য হঠাৎ হঠাৎ থমকে উঠা।
আবার আশায় শক্তি অর্জন, আলো আসবেই বলে দাঁড়িয়ে উঠা।
সত্যিই উপভোগ করছি এই চ্যালেঞ্জের দিনগুলো। যেদিন বিজয় আসবে, সেদিন হয়তো ঝিমিয়ে যাব। এর আগে নয়। লড়াই চালিয়ে যেতেই হবে।
একটি মুখের হাসির জন্য, একটি ফুলকে বাঁচানোর জন্য। এই লড়াই থামানোর সুযোগ নেই। পেছনের সকল দরজা বন্ধ।
সামনে বিজয়, ঠিকে থাকতে হবে সবাইকে।
(১৯ মে ২০২৫, স-সংগ্রামের নোটবুক) # # #