গল্প: শূন্য থেকে অসীম
পর্ব ৯: বাস্তবতার কঠিন অধ্যায়
পুরস্কার পাওয়ার পর রাহুলের জীবনে একের পর এক সুযোগ আসতে শুরু করল। বড় বড় কোম্পানি থেকে অফার, মিডিয়া থেকে প্রশংসা। কিন্তু সাফল্যের সাথে আসলো নতুন চাপও।
কাজের পরিমাণ বেড়ে গেলো, সময় কমে গেলো নিজের জন্য। পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো দুরূহ হয়ে উঠল। একসময় রাহুল নিজেকে একাকী বোধ করতে লাগল, যেখানে তার ভেতরের সেই শূন্য আরেকরকম রূপ নিল।
একদিন, বড় একটি প্রকল্পে ব্যর্থতার মুখোমুখি হয় “অসীম” টিম। কঠোর পরিশ্রমের পরও তারা লক্ষ্য পূরণ করতে পারেনি। রাহুল হতাশ হয়ে পড়ল, ভাবতে লাগল, এই যাত্রা কি সত্যিই শেষের দিকে যাচ্ছে?
কিন্তু তখন তার বন্ধু ও পরিবার তার পাশে দাঁড়াল। তারা বলল, “তুমি কখনো একা নও, আমরা আছি তোমার সঙ্গে। শূন্য থেকে শুরু করে তুমি যেভাবে এগিয়েছ, তা আমাদের সবার প্রেরণা।”
রাহুল বুঝল, জীবনের সব দিকেই উঠানামা থাকে। হার মানা মানে হারানো নয়, আবার শুরু করার সাহস পাওয়ার নাম।
শূন্য থেকে অসীমের পথে তার যাত্রা এখনও শেষ হয়নি।
#sifat
Robin007
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?
mdalamingazi
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?