হারিয়ে যাওয়া মানচিত্র
পর্ব ২: অরণ্যের ছায়ায় প্রথম সন্ধান
আদিত্য যখন অরণ্যের দিকে এগোতে লাগল, তার মনে একদিকে উত্তেজনা আর অন্যদিকে ভয় কাজ করছিল। চারপাশে ঘন সবুজ গাছপালা আর অজানা শব্দ। মানচিত্রে দেখানো প্রথম নির্দেশিকা ছিল এক পুরনো কাঠের সেতু, যা বহুদিন ধরেই ভেঙে পড়ার পথে।
পথ চলতে চলতে আদিত্য দেখতে পেল ছোট ছোট পায়ের ছাপ—এরা কেউ এই পথে হাটছে। তার অন্তরে একটা সংশয় ঢুকে গেল, ‘আমি কি একা নই? কে এই অন্যেরা?’
আদিত্য থেমে দাঁড়িয়ে নীরবতা ভাঙার জন্য তার ফোন বের করার চেষ্টা করল, কিন্তু সেই মুহূর্তে তার ফোনের ব্যাটারি শেষ! সে বুঝল, এখন থেকে তার জীবন সম্পূর্ণ নির্ভর করবে নিজের বুদ্ধি আর সাহসের ওপর।
মনের ভেতর একটা শপথ করল—অজানা যেখানেই যাক, সে এই রহস্য উদ্ঘাটন করবে।
#sifat10
Numan Ahmad
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
hanif ahmed Romeo
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?