হারিয়ে যাওয়া মানচিত্র
পর্ব ৪: বানরের পিছু পিছু
বানরটাকে পিছু নিয়ে আদিত্য অন্ধকার গুহার ভেতর ঢুকতে লাগল। বানরটি যেন এক বিশেষ গাইড, যে গুহার সংকীর্ণ পথে পথ দেখাচ্ছিলো। অনেকসময় পথ হারানোর উপক্রম হলেও বানরটার চলাফেরায় আদিত্য তার আশা ধরে রাখল।
হঠাৎ তারা একটি বিশাল কক্ষের কাছে পৌঁছালো, যেখানে ছিল প্রাচীন কিছু ভাস্কর্য আর দেয়ালে আঁকা অদ্ভুত চিহ্ন। বানরটা সেই ভাস্কর্যগুলোর সামনে দাঁড়িয়ে, কিছু খোঁজাখুঁজি করতে লাগল।
আদিত্য কাছ থেকে দেখে বুঝতে পারল, এই চিহ্নগুলো আসলে মানচিত্রের আরও গভীর রূপরেখা। সে এক একটা করে চিহ্ন পড়তে লাগল, এবং দেখল এগুলো তার যাত্রার পরবর্তী গন্তব্যের দিক নির্দেশ করছিলো।
কিন্তু এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই হঠাৎ গুহার দরজা গড়গড় করে বন্ধ হয়ে গেলো! আদিত্য বুঝল, এটা কোনও জাল—ফাঁদে পড়েছে সে।
তার সামনের পথে ছিল শুধুই অন্ধকার আর অজানা বিপদ।
#sifat10