হারিয়ে যাওয়া মানচিত্র
পর্ব ৬: গুপ্তধনের সূত্রপাত
অরণ্যের বাইরে এসে আদিত্য বুঝল, আসল যাত্রা এখান থেকেই শুরু। মানচিত্রে দেখানো আরও কিছু সংকেত মেটাতে হবে। প্রতিটি সংকেতই ছিল গোপন রহস্যের দিক নির্দেশক।
তবে এবার তার সামনে অপেক্ষা করছিলো আরও বড় বিপদ—প্রতিযোগীরা, যারা তার থেকে অনেক আগে থেকে গুপ্তধন খোঁজে বেড়াচ্ছে। তারা যে কোন মূল্যে আদিত্যকে থামাতে চাইবে।
আদিত্য তার টিমকে ফোন করলো, আর বন্ধুদের সাহায্য নিলো। সবাই মিলেমিশে প্রস্তুতি নিলো নতুন অভিযান শুরু করার জন্য।
তার আগ্রহ আর সাহস তাকে ধীরে ধীরে গোপন গুপ্তধনের নিকটবর্তী করছিলো। কিন্তু প্রতিটি ধাপে নতুন নতুন চ্যালেঞ্জ আসছিলো।
এই যাত্রায় সে শিখল—সাহস আর বন্ধুত্ব ছাড়া কখনো বড় স্বপ্ন পূরণ করা যায় না।
#sifat10
hanif ahmed Romeo
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?