গহীন বনের গুপ্তধন
পর্ব ৩: প্রকৃত গুপ্তধন
দরজার পেছনে ছিল চমৎকার স্বর্ণ আর মূল্যবান রত্নের ভাণ্ডার। কিন্তু রাহুল বুঝল, আসল ধন হলো এই সাহস, সত্য এবং কৌতূহল যা তাকে এ পর্যন্ত এনেছে। সে বুঝল, মানুষ যদি নিজের ভিতরের ভয় ও অনিশ্চয়তাকে জয় করে, তবেই প্রকৃত শক্তি পাওয়া যায়।
রাত্রে ফিরে এসে গ্রামে সবাইকে সে এই গল্প শোনাল। সবাই বলল, রাহুলের সাহস ও মেধা তাদের জন্য অনুপ্রেরণা। গ্রামের সবাই বুঝল, প্রকৃত ধন হলো নিজের সাহস ও সত্যের পথ অনুসরণ।
এভাবেই রাহুলের নাম হয়ে উঠল গ্রামের নতুন বীরের।
#sifat10
Мне нравится
Комментарий
Перепост