31 ב ·תרגם

অবশেষে কিছুই থাকে না,
সন্ধা তাঁরা,মুগ্ধ চাঁদ,
প্রিয় সন্ধামালতি, জবা কিংবা গোলাপ,
এমনকি তুমিও না....!

ঝরা পাতার সঙ্গে উড়ে যাচ্ছে সময়,
হারিয়ে যাচ্ছে মানুষ,
রোদের আলোয় মিলিয়ে যায় ফানুষ!
তেমনি তুমিও হারিয়ে গেলে,মিলিয়ে গেলে...!!