আপনার জন্য আরও একটি গান লেখার চেষ্টা করছি:
আমার যত কথা, সুর হয়ে ভাসে,
তোমার পথের ধারে, ফোঁটা ফোঁটা ঘাসে।
চেয়ে থাকি আমি, আনমনে একা,
কখন তোমার পড়বে চোখে আমার দেখা।
দখিনের হাওয়া, বয়ে যায় ধীরে,
তোমারই পরশ যেন লাগে শরীরে।
চাঁদের আলোয় আঁকা তোমার মুখখানি,
আমার মনের আকাশে তারার মতো জ্বলে জানি।
হৃদয়ের গভীরে লুকানো যে চাওয়া,
কখন তুমি বুঝবে, কবে কাছে পাওয়া।
এই বিরহের গান গাই আমি একা,
তুমি এলে ভরে যাবে আমার সব শূন্যতা।
Gefällt mir
Kommentar
Teilen