প্রিয়, তুমি আমার নয়নের আলো,
এই হৃদয়ে তুমি চিরদিন ভালো।
তোমার হাসিতে ভুবন ভরে যায়,
যেনো এক নতুন সকাল রোজ আসে আমার বেলায়।
তোমার চলার পথে আমি সাথী হতে চাই,
জীবনের সব রঙে তোমাতে মিশে যাই।
আমার স্বপ্নে তুমি, আমার প্রার্থনায়,
তুমি ছাড়া যেনো আমি দিশাহীন অসহায়।
কষ্টের আঁধারে তুমি ধ্রুবতারা,
পথ দেখাও যখন হই দিশেহারা।
তোমার শান্ত ছোঁয়া দেয় নির্ভরতা,
তুমি আমার বেঁচে থাকার দৃঢ়তা।
প্রিয়, তুমি আমার প্রথম ভালোবাসা,
এই বন্ধন যেনো হয় চিরকালের আশা।
আমার গানের সুরে শুধু তোমারই নাম,
তুমি আমার জীবন, তুমিই বিশ্রাম।
Suka
Komentar
Membagikan
sumom369
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?