手表
活动
博客
市场
页面
更多的
"জীবনে কাউকে পছন্দ করা হার্ড না... হার্ড হইল যখন সে বুঝেও না বুঝার অভিনয় করে। তবুও আমি আছি, কারণ কিছু অনুভব শুধু মনের জন্যই হয়—মেসেজের না!"
您即将购买商品,是否要继续?
Md Saidur Saju
নববধূ তার নতুন জীবনের প্রতি যেমন আনন্দিত, তেমনি কিছুটা লজ্জা ও অজানা আশঙ্কায় আবিষ্ট। অপরদিকে, নবপতি হয়তো স্বপ্নে বিভোর, কেমন হবে নতুন জীবনের প্রথম রাত! চারপাশে আত্মীয়স্বজনের হাসি-ঠাট্টা, সাজসজ্জার ঝলকানি আর সুরের মূর্ছনা যেন একটি পরীর দেশের পরিবেশ তৈরি করে।
বাসর ঘরটি ফুলে ফুলে সাজানো, সেখানে লাল শাড়িতে লাজুক মুখে বসে আছে নববধূ। পাশে এসে নবপতি ধীরে ধীরে বসে পড়ে। প্রথমে হয়তো কিছুটা চুপচাপ সময় কাটে। এরপর ধীরে ধীরে দু’জনের মধ্যে কথাবার্তা শুরু হয় — কে কী খেতে পছন্দ করে, ছোটবেলার গল্প, ভবিষ্যতের স্বপ্ন। এক সময় হৃদয়ের দূরত্ব ঘুচে যায়, আর গড়ে ওঠে এক শক্তিশালী মানসিক বন্ধন।
删除评论
您确定要删除此评论吗?