(সংকেত: ভূমিকা; আয়োজনের উদ্যোগ; প্রস্তুতি পর্ব; প্যারেড গ্রাউন্ডে যাত্রা; যেমন ছিল প্যারেড গ্রাউন্ড; উপস্থিতি ও প্রস্তুতি পর্ব; লাখো কণ্ঠে সোনার বাংলা; গিনেজ বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডের স্বীকৃতি; উপসংহার।)
ভূমিকা:
একটি জাতির প্রাণ বলা হয় সে দেশের জাতীয় সঙ্গীতকে, আর পতাকা হলো সে দেশের সার্বভৌমত্বের প্রতীক। জাতীয় সঙ্গীতের চেয়ে মধুর সঙ্গীত একটি ভাষাভাষী মানুষের কাছে আর কিছুই হতে পারে না। জাতীয় চেতনার সমন্বয়ক এবং আত্মচেতনার প্রতীক হলো জাতীয় সঙ্গীত। স্বাধীনতা পরবর্তী এবং স্বাধীনতার সময় আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছিল আমাদের জাতীয় সঙ্গীত। এই সঙ্গীতকে ঘিরে বাঙালি জাতির আকাঙ্ক্ষার শেষ নেই। আর তাই স্বাধীনতার ৪৪ বছর পর স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড করেছে বাংলাদেশের মানুষ। সম্মিলিত প্রচেষ্টার এই উদ্যোগ আমাদের প্রাণে সুর হয়ে বাজবে বহুকাল।
Raj000
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?