দেশপ্রেম ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ বাঙালি জাতি নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ছিনিয়ে এনেছে স্বাধীনতার সোনালি সূর্য, বিজয়ের লাল সবুজ পতাকা। মুক্তিযোদ্ধারা বুকের পাজরে বুলেটের তাজা ক্ষত নিয়েও অম্লান রেখেছে দেশমাতৃকার সম্মান। ৪৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেইসব বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে, দেশের মানুষকে নতুন করে দেশপ্রেম ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতে ২৬ মার্চ, ২০১৪ সালে বাংলাদেশের প্রায় তিন লাখ মানুষ জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমবেত হয়ে একযোগে জাতীয় সংগীত গেয়েছে। যা পরবর্তীতে গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডে স্থান করে নেয়।