32 که در ·ترجمه کردن

#ভালোবাসায় সবসময় এক ধরনের চাপা কষ্ট মজুদ করে রাখা হয়। এক পক্ষ জানতে ও পারে না অপর পক্ষ‌‌ কি নিদারুন দহনে ভুগছে।যেই খাচাতে থাইকা, শিখলি প্রেমের মানেটা,
সেই খাচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না ।তোমাকে কষ্ট দেয়ার মূল্য আজকে আমি হারে হারে টের পাচ্ছি। আমি সবচেয়ে মূল্যবান সম্পদ টা হারিয়ে ফেলেছি।তোমার একটু হাসির বিনিময়ে আমি হাজারো কষ্ট সয়ে নিতে পারি। শুধু বিনিময় আমাকে একটু ভালোবাসা দিও।