32 که در ·ترجمه کردن

# #মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে, তখন আর সেই কষ্টটাকে গভীর মনে হয় না। বরং তখন সেটা হয় অভিজ্ঞতা।যাকে আঁচল বিছিয়ে আপন করে নিয়েছিলাম। সেই এক বুক কষ্ট উপহার দিয়ে গেল।আমাকে সত্য দিয়ে আঘাত করো, মিথ্যা দিয়ে আমাকে সান্ত্বনা দিও না।সবকিছু আছে তারপরেও কি যেন একটা নাই অনুভব করার নাম নিঃসঙ্গতা।