32 在 ·翻译

গল্প: কফির কাপ

ঢাকার এক ব্যস্ত ক্যাফেতে প্রতিদিন সকালে আসে অয়ন। নির্দিষ্ট একটা টেবিলে বসে, কফি খায়, আর বই পড়ে। সে কারো সাথে তেমন কথা বলে না। কিন্তু আজ কিছু আলাদা।

একজন মেয়ে—নীলা—ভেতরে ঢুকে এসে ঠিক অয়নের সামনে বসে পড়ল। অপ্রস্তুত হয়ে অয়ন বলল, “এই জায়গাটা তো আমি…”

নীলা হেসে বলল, “আমি জানি। কিন্তু আজ একটু সাহস নিয়ে আপনাকে বলতে এলাম—প্রতিদিন আপনাকে এখানেই দেখি। আপনাকে ভালো লাগে।”

অয়নের হাত কাপছিল। জীবনে প্রথম কেউ এমন করে সরাসরি কথা বলল তাকে। সে শুধু বলল, “তুমি কি আমার সাথে এক কাপ কফি খাবে?”

নীলা মুচকি হেসে মাথা নাড়ল।

সেই দিন থেকেই শুরু হলো নতুন এক গল্প—কফির কাপ থেকে জীবনের পথচলা।