31 ш ·перевести

গল্প: জুতা হারানোর রহস্য

গ্রামের স্কুলের সবচেয়ে দুষ্টু ছাত্র ছিল বাবুল। প্রতিদিন কোনো না কোনো কাণ্ড সে ঘটায়। একদিন স্কুল থেকে বেরিয়ে দেখে, তার জুতা নেই! গোটা মাঠ খুঁজেও মেলে না।

শুরু হলো জুতা খোঁজার অভিযান। হেড স্যার পর্যন্ত বেরিয়ে এলেন।

— “তোমার জুতা কোথায় রেখেছিলে?”

বাবুল মাথা চুলকে বলল, “স্যার, আমি তো রেখে ছিলাম জানালার নিচে। গরম ছিল, তাই পা হাওয়ায় দিচ্ছিলাম।”

স্যার হেসে ফেললেন। বললেন, “তাহলে হাওয়াই তো নিয়ে গেছে!”

ঠিক তখনই মাঠের ওপাশ থেকে আসছে পিচ্চি রতন—পায়ে বাবুলের জুতা! সে গম্ভীর গলায় বলল, “আমার জুতা ছিঁড়ে গেছে, ভাইয়ারটা দেখলাম ফাঁকা পড়ে আছে, তাই…”

বাবুল চিৎকার করে বলল, “এইটা ‘ফাঁকা’ না, এইটা ‘আমার’ ছিল!”

সবাই হেসে কুটিকুটি। স্যার বললেন, “আজ থেকে স্কুলে জুতা রেখে পা হাওয়ায় দিলে—জুতার হাওয়া খেতে হবে!”