বাংলা ছবির নামের সাথে লেপের তলে যোগ করি যেমন:সেদিন দেখা হয়েছিল লেপের তলে। দেখি কার টা বেশি মিল সংগত হয়বাসা বদলাইতেসি আজকে। পুরা ৬তালায় আইসা পরছি এইবার। আহা! কি বাতাস।। মনে হচ্ছে যেন আকাশের রাজ্যে আইসা পরছি। যেইদিকে তাকাই শুধু খোলা আকাশ দেখি। আশে-পাশে কোন বড় দালান নাই দেখে এই অবস্থাসমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল।
Gusto
Magkomento
Ibahagi