গল্প: ছায়ামূর্তির প্রত্যাবর্তন
পর্ব ২: আয়নার অন্তরালে
অরণ্য স্থিরদৃষ্টিতে তাকিয়ে রইলেন আয়নার দিকে। আয়নার ভিতরে থাকা ছায়াটি যেন একটু একটু করে স্পষ্ট হচ্ছে—একটা মলিন চেহারা, চোখদুটো যেন আগুনের মতো জ্বলছে। ঠোঁটে কেমন এক চাপা হাসি, যেন কোনো পুরোনো প্রতিশোধের আনন্দে উদ্ভাসিত।
তিনি পেছনে ফিরলেন—ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই, সেই মুখ হঠাৎ করেই মিলিয়ে গেল। শুধু কুয়াশার মতো ধোঁয়া রয়ে গেল আয়নার কাচে।
অরণ্য জানতেন, এটা স্বপ্ন নয়। এ ঠিক সেই মুখ… বিশ বছর আগে দুর্ঘটনায় মারা যাওয়া বিভা… তাঁর প্রথম ভালোবাসা, যার মৃত্যুকে ঘিরে আজও বহু প্রশ্ন রয়ে গেছে।
সেই রাতে ঘুম এল না তাঁর চোখে। পরদিন সকালে তিনি খামটা আবার খুলে দেখলেন। এবার সেখানে আরেকটি কাগজ—যেটা আগের দিন ছিল না। লেখা:
“বসন্তের শেষ দিনে যে প্রতিজ্ঞা করেছিলে, ভাঙতে পারো না অরণ্য।”
তিনি কাঁপা গলায় ফিসফিস করে বললেন, “তুমি সত্যিই ফিরে এসেছো?”
#sifat10
mdalamingazi
গল্প : ছায়ামূর্তির প্রত্যাবর্তন
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
hanif ahmed Romeo
বলছি তোমায় ভাল থেকো
সূর্য মামার মিষ্টি হাসি,
ফুল ফুটেছে রাশি রাশি
শুভ হোক আজ্কের দিন,
বলছি তোমায় গুড মর্নিং🌹🥀🌺
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?