কবার ভাবো—the one you love, loves you just as deeply... যাকে তুমি চাও, সেও তোমাকে ততটাই চায়।
তুমি যাকে ভালোবাসো, সেও তোমাকে ভীষণ ভালোবাসে।
তুমি যাকে সবার আগে প্রায়োরিটি দাও, সেও তোমাকে সমানভাবে প্রায়োরিটি দেয়! এর চেয়ে ম্যাজিক্যাল আর কী হতে পারে জীবনে? এবং একদিন এভাবেই ভাবতে ভাবতে… তুমি তাকে পেয়ে গিয়েছো। একবার শুধু ইমাজিন করো—তোমার ফিলিংস, মনে হবে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা তুমি তখন।
Truly… may all of our love stories find their completeness— without separation. কত শত স্বপ্ন একেকটা মানুষকে ঘিরে— তাদের স্বপ্নগুলো যেন ব্যর্থ না হয়। May everyone’s dreams come true... প্রিয় মানুষকে পেয়ে গেলে, বেঁচে থাকার ইচ্ছেটা সত্যিই দ্বিগুণ হয়ে যায়।
Read Less
إعجاب
علق
شارك
mdalamingazi
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟