"আবদুল্লাহ ইবনু মাস’ঊদ রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَنْ اقْتَطَعَ مَالَ أَخِيهِ الْمُسْلِمِ بِيَمِينٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ
কেউ যদি মিথ্যা শপথের মাধ্যমে তার মুসলিম ভাইয়ের মাল আত্মসাৎ করে, তবে আল্লাহ তা’আলার সাথে তার এরূপ অবস্থায় সাক্ষাৎ হবে যে, তিনি তার প্রতি ক্রোধান্বিত থাকবেন।"
জামে আত-তিরমিযী, হাদীস ৩০১২
پسند
تبصرہ
بانٹیں