তিনি বললেন, “কারন আমি যাত্রা শুরু করতে যাচ্ছি।” আমি জিজ্ঞেস করলাম, “কোথায় ?”
তিনি বললেন, “পরকালে।” আমি বললাম, “আমাকে আপনার সঙ্গ উপভোগ করতে দিন।”
তিনি বললেন, “জীবনের মধুরতা তো তখনই পেয়েছিলাম যখন কেবল আল্লাহ’র সাথেই আমার একে অপরের সম্পর্ক ছিল, এখন আপনি সেটা প্রকাশ করে দিলেন, অন্যরাও তা-ই করবে, আর আমার এটার কোন দরকারই নেই।”
তিনি এরপর তার মুখের উপরেই পতিত হয়ে গেলেন আর বললেন, “হে আমার রব, আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান এই মুহূর্তে, এই মুহূর্তে।”
আমি তার কাছে গিয়ে দেখলাম যে তিনি পরলোক গমন করেছেন।
আল্লাহ’র শপথ, তাকে স্মরণ করার প্রত্যেক সময়েই এক দীর্ঘ বিষণ্ণতা আমাকে আচ্ছাদিত করতো আর এই দুনিয়া আমার চোখে তুচ্ছ হয়ে ধরা দিতো।
Kao
Komentar
Udio