"❤️বন্ধু মানে শুধু একসাথে হাসি-ঠাট্টা করা নয়, বন্ধু মানে দুঃখের সময় পাশে থাকা, একসাথে স্বপ্ন দেখা আর প্রয়োজনের সময় চোখে চোখ রেখে বলা—'তুই আছিস তো, ভয় নেই।' জীবনের পথে চলতে গিয়ে অনেক কিছু বদলায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনও বদলায় না। তুই না থাকলে আমি হয়তো আজ এই জায়গায় আসতে পারতাম না। তোর মতো বন্ধুই তো আসল জীবনের আশীর্বাদ। তুই থাকিস আমার পাশে, আমি থাকব চিরকাল তোর সঙ্গে।"❤️❤️🥰
Gusto
Magkomento
Ibahagi