31 안에 ·번역하다

প্রিয় পাঠক উপরে বেশ কিছু রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা বার্তা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি জন্মদিনের রোমান্টিক শুভেচ্ছা বার্তা গুলো আপনাদের পছন্দ হবে। এই শুভেচ্ছা বার্তা গুলো আপনার প্রিয়জনকে পাঠালে সে মুহূর্তের মধ্যেই খুশি হবে।
রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা কবিতা
অনেকে চান আপনজনকে জন্মদিনে রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা কবিতা শোনাতে। কবিতা কার না ভালো লাগে, কবিতা প্রত্যেকেরই পছন্দের। তবে সেটি যদি বিশেষ দিনে কাউকে উদ্দেশ্য করে বলা হয় অথবা লিখা হয় তাহলে সেটি স্মৃতি হিসেবে থেকে যায়। অনেকেই আপন জনকে নিয়ে রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা কবিতা শেয়ার করবেন বলে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় খোঁজ করেন। সে সকল বন্ধুদের উদ্দেশ্যে নিচে রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা কবিতা দেওয়া হলঃ

তোমার হাসিতে সূর্যের আলো
তোমার চোখে জ্যোতি

তোমার সাথে জীবন যেন
জুড়ে গেছে প্রীতি

আজকের দিনটি তোমার জন্য
তোমার জন্য গাই

সুরে ছন্দে কবিতার মাধ্যমে