"ভালোবাসা যখন ফিরে তাকায় না, তখন বিকেলও বিষণ্ন হয়ে পড়ে…"//
পড়ন্ত বিকেল।
ছাদে দাঁড়িয়ে আছি।
আকাশে মেঘের জলরাশিকে অস্তমিত সূর্যের আলো এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করছে।
মনে হচ্ছে সোনালি মেঘখণ্ডগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে।
তখনই মনে পড়ে যায়—তোমাকে।
আমার ভালোবাসা আজ দুঃখের অশ্রু ঝরাচ্ছে।
জানিনা কীভাবে আমার ভালোবাসা প্রকাশ করবো।
অনুভবে, অনুক্ষণে যার অস্তিত্ব অনুভব করি—সে কেন বোঝে না,
কি কারণে আমার এই নির্বাসন?
প্রথমত "তোমাকে চাই"—এই কথাটি বলার স্বপ্ন
ভাঙা ঘুমের মতো বিষণ্ন এক প্রহরে
আমি চেয়ে দেখি, তুমি নাই।
আমার কষ্টের দেয়ালটা ঘুমকাতুরে জোছনায় সময় কাটিয়েছিল।
আজ কেন দুঃস্বপ্ন এসে বাসা বাঁধে ঐ দুটি চোখে?
কেন দুঃস্বপ্ন তোমাকে আমার কাছ থেকে বারবার কেড়ে নিয়ে যায়?
আমার মাঝে—আমার ভালোবাসার এই বিশাল হৃদয়ের গভীরে—তুমি ঘুমিয়ে ছিলে।
জোছনা রাতে তুমি এখানটেই বিলিয়ে দিতে তোমার ভালোবাসা,
কখনও কল্পনায়, কখনও বাস্তবে রূপ নিতে।
এই আলো-আঁধারের খেলায় তুমি আমায় ক্লান্ত করে দিয়েছো,
ভুলিয়ে দিয়েছো আমার অচেনা অতীত।
—
#ভেতরঘরেরশব্দ
#মনখারাপেরবিকেল
#নীরবভালোবাসা
#bengalipoetry #poetry