ষড়যন্ত্রকারীদের নতুন ‘প্লট’ সংখ্যালঘুদের ওপর অত্যাচার: মির্জা ফখরুল

‘সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে’—এটা ষড়যন্ত্রকারীদের নতুন ‘প্লট’ (ষড়যন্ত্র) বলে মন্তব্য করেছেন বিএনপির মহ

তিনি বলেন, তাদের মূল টার্গেট (লক্ষ্য) হচ্ছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ভারতের সাহায্যে নিয়ে আবার যদি কিছু করা যায়।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন মির্জা ফখরুল। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতা-কর্মী এবং ছাত্র-জনতাসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


Abdul Aziz

19 블로그 게시물

코멘트