নান্নুর কারণেই জাতীয় দলে ফিরতে পারিনি: লাইভে আশরাফুলের ক্ষোভ

মিনহাজুল আবেদিনের গুড বুকে নেই বলে জাতীয় দলে ফিরতে পারেননি মোহাম্মদ আশরাফুল।

মিনহাজুল আবেদিনের গুড বুকে নেই বলে জাতীয় দলে ফিরতে পারেননি মোহাম্মদ আশরাফুল। নিজের ফেসবুক পেজে লাইভে এসে এমনটাই জানিয়েছেন আশরাফুল। আগের দিন নির্বাচক প্যানেল নিয়ে সমালোচনা করায় আশরাফুলকে দেশদ্রোহী বলেছেন মিনহাজুল আবেদিন। এমন আচরণ মোটেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন অ্যাশ।


Abdul Aziz

19 Blogg inlägg

Kommentarer