নিজেই নিজের বন্ধু হও

তোমার যতউ ভালো বন্ধু থাকুক না কেনো তোমার মৃত্যুর সাথী কেউ হবে না

আমরা ভাবি বন্ধু বান্ধবী থাকা টাই ইম্পুটেন্ট,

কিন্তু আমরা জানি না বুঝি।

আমাদের মাঝে কত মানুষ আসে আবার চলে যায়।হারিয়ে যায়

কেউ আবার মৃত্যু পথ যাত্রী হয়,

আমরা জানি মানুষ মরন শীল,তবুও মানুষদের ওপর আমাদের চাহিদা থেকেই যায়।

আমরা একা চলতে গেলে ভয় পাই।একা রুমে থাকলে ভূতের ভয় পাই।

কিন্তু মৃত্যুর পর এই ভয়টা কোথায় থাকে।

আমরা কি তা বলতে পারবো? না বলতে পারবো না।

মৃত্যু আমার আমাদের সবারই হবে।তবুও আমাদের বন্ধুত্ব চাই।

আমরা খেয়াল করলে দেখতে পারবো হাজারো মানুষ আমাদের জীবনে এসেছে আবার চলে গেছে।

কারন তাদের চাহিদা যতদিন ছিলো তারা তত দিনই আমাদের মাঝে ছিলো।যেমন আমার এক ফ্রেন্ড রাজকুমার।এক মিষ্টি ভাইয়া,,এক হিমু,,, এক গুলুমুলু তাদের চাহিদা যত টুকু কথা বলার ছিলো ততদিনই কথা হয়েছে।

আগে ঘন্টার পর ঘন্টা কথা হতো এখন সাপ্তাহিক মাস বছর হয়ে গেছে আমাদের কথা হয় না তাই কি সব থমকে আছে না তো।

আমরা যদি একান্ত আমাদের বন্ধুত্ব হয় নিজেই নিজের সন চাহিদা পূরন করি নিজের দুঃখ কষ্ট নিজে ভাগ করে নিজেই হাসিখুশি হওয়ার চেষ্টা করি তাহলেই জীবন আমাদের সুন্দর কঠায় দাড়িয়ে পড়বে।


Salma Akter

274 مدونة المشاركات

التعليقات