আমরা কি চাঁদে বসবাস করতে পারবো?

আসেন জানা যাক?

১৯৬৯ সালের ২০ জুলাই প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং। দ্বিতীয় নভোচারী হিসেবে চাঁদে নামেন বাজ অলড্রিন। অ্যাপোলো ১১ মিশনের তিন দুঃসাহসী নভোচারীর তৃতীয়জন মাইকেল কলিন্স চাঁদে নামেননি। তিনি অ্যাপোলো ১১ নভোযান নিয়ে রয়ে যান চাঁদের কক্ষপথে। বাকি দুজন ল্যান্ডার ‘ইগল’-এ চড়ে চাঁদে নামেন। তাঁর ছোট্ট এ পদক্ষেপ মানবজাতির জন্য ছিল বিশাল এক অর্জন। আজ চন্দ্রজয়ের ৫৪ বছর পূর্তি। মানুষ আবারও চাঁদে ফিরছে। এবারে তাদের আশা, চাঁদে বসতি করবে। আজকের এ দিনে আসুন জেনে নিই, চাঁদে কি বসতি করা সম্ভব?


Badhon Rahman

177 블로그 게시물

코멘트