নামাজ

নামাজে মনোযোগী করার ৮ টি নিয়ম

নামাজে মনোযোগ বৃদ্ধির ৮টি উপায়।

 

১. যারা নামাজে যত মনোযোগী হয়, আল্লাহ তাদের ততোই নিকটবর্তী হন

 

২. আর 'নামাজে সময় যাদের মন ও দৃষ্টিঃ প্রতিনিয়ত এদিক-ওদিক ঘুরে বেড়ায়। আল্লাহ তাদের কাছ থেকে সূরে সরে যান। [ আল-ওয়াবিল আস-সায়্যিব পৃষ্টা ২০

 

७. কোন মুসলিম না চায় আল্লাহর নিকটবর্তী । তাই আসুন নামাজে বিনম্র হওয়ার ও মনোযোগ বৃষ্টির উপায় শিখি।

 

১.আল্লাহর শ্রেষ্ঠত্ব ও পরকালের বাসস্তবতা নিয়ে চিন্তা ও ফিকির করা।

 

২. মাথায় রাখবেন; আপনি সারবিশ্বের রাজাদের ও রাজা আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন।

 

৩. মনে রাখবেন আল্লাহ, আপনাকে নামাজরত অবস্থায় দেখবেন।

 

৪। ভাববেন, নামাজের সময় আল্লাহ আপনার সামনেই আছেন।

 

৫. নামাজে পড়া সূরাগুলোর অর্থ নিয়ে ভাববেন।

 

৬. নামাজের স্থানে এমন কিছু থাকাযাবেনা যা মনোযোগ কেড়ে নেই। যেমন

দৃষ্টিনন্দন কিছু, গান বা অন্য কোনো মনোযোগ কাড়া শব্দ।

 

৭. মন ও দৃষ্টি নামাজের বাহিরে না দেওয়া। [ সহিহ আল-জামি, ১৭২৪]

 

৮. নামাজের সময় মৃত্যুর কথা সরণে রাখা, ভাবা এই নামাজই হয়ত জীবনের শেষনামাজ।


Salma Akter

274 블로그 게시물

코멘트