শিক্ষাক্রমে হঠাৎ ব্রেক! আগের পদ্ধতিতে ফিরছে কি শিক্ষা ব্যবস্থা?

বাংলাদেশের শিক্ষাক্রম নিয়ে নতুন ব্যবস্থা গ্রহণ

নতুন শিক্ষাক্রম প্রণয়নের পর থেকে সেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন এবং সরকার পতনের পর এ নিয়ে ফের আলোচনা শুরু হয়। 

এই প্রেক্ষিতে রোববার ১৮ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সাথে শিক্ষা উপদেষ্টা ব্রিফিং করেন। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, "নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন, তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে, বর্তমানটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতিদ্রুত কিছু কাজ করতে হবে।"

তার এই মতামতকে অভিভাবকরা সাধুবাদ জানিয়েছে। এর পাশাপাশি নতুন পরীক্ষা পদ্ধতি বাতিল করে পুরানো পরীক্ষা পদ্ধতি এবং নাম্বারিং সিস্টেম চালু করারও দাবি উঠেছে।


Adeel Hossain

241 블로그 게시물

코멘트