রাবি ক্যাম্পাসে রিকশাওয়ালা মামার ফ্রি সার্ভিস

শিক্ষার্থীদের বিনা খরচে যাতায়াত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্লাস শুরুর প্রথম দিন বিশেষ উদ্যোগ নিয়েছেন এক রিকশা চালক। কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে থাকতে না পারায়, তিনি ক্লাস শুরুর দিন সকাল ৬টা থেকে রাত ৬টা পর্যন্ত ক্যাম্পাসে ফ্রি রিকশা সার্ভিস প্রদানের ঘোষণা দিয়েছেন।

 

রিকশা চালক মামা জানান, "যেদিন ক্লাস খুলবে, আমি সারাদিন ফ্রি সার্ভিস দেব। শিক্ষার্থীদের কোনো টাকা ছাড়াই আনা নেওয়া করব। কোটা আন্দোলনের সময় আমি তাদের পাশে থাকতে পারিনি, তাই এখন তাদের জন্য কিছু করতে চাই।"

 

বর্তমানে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান চালু হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো খোলেনি। গত মাসের কোটা আন্দোলন এবং স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। আজ রবিবার অধিকাংশ প্রতিষ্ঠান চালু হলেও, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো খোলেনি। হলগুলো খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। 


Adeel Hossain

241 Blogg inlägg

Kommentarer