নিজের ভালো মন্দ নিজেকে ঠিক রাখতে হবে

নিজেকে ভালো রাখতে হবে

"কাউকে অভ্যাস বানাতে নেই।

 দু'কথা হচ্ছে, থেমে যাচ্ছে- এটাই ঠিক আছে! সারাদিন কথার দরকার নেই। সব কথা শেয়ারের দরকার নেই। কী খাচ্ছি, কী হচ্ছে- এত কথা বাড়ানোর দরকার নেই! কী হয় জানো তো? অভ্যাস থেকে 'মায়া' জন্মায়। জন্মায় বিশ্বাস!

 

কেউ বিশ্বাস ভেঙে দিলে খারাপ লাগে। অভ্যাসের জায়গাতে শুন্যতা আসলে কষ্ট লাগে। রোজ কয়েক ঘন্টা করে কথা বলতে বলতে হুট করে সেটা বন্ধ হয়ে গেলে, বাকি সবার মেসেজ, বাকি পৃথিবীর সুখও মনকে ভালো থাকতে দেয় না। আর মায়া একবার তৈরী হয়ে গেলে, তা কাটাতে দুঃখের একটা সমুদ্র পাড়ি দেওয়া লাগে। 

 

থাকুক না! খাও দাও, ঘুমাও, ফিডে ঘুরো, ফেসবুক ভিডিও দেখে সময় কাটাও, সিনেমা দেখো, ড্রামা দেখো, বই পড়ো, ক্যারিয়ারে সময় দাও। মানুষে না! ব্যক্তি আসক্তি খারাপ ব্যাপার। হয়তো সব ক্ষেত্রে না, তবে অধিকাংশ ক্ষেত্রেই! আলাপচারিতা থাকুক, অভ্যাস না। 

 

নিজের সময়টা নিজেকেই দিও, নিজের ভালো থাকাটা নিজের উপরেই নির্ভরশীল রেখো। অন্যের দেওয়া গুরুত্বের উপর না!"

 

 


Rina Khatun

7 Blog Beiträge

Kommentare