মকাপ র্টি শার্ট

এই ডিজাইনটা তৈরি করার পর এখানে মকাপ বসিয়েছি। এটি আমার নিজের দক্ষতায় তৈরি করেছি। এটি নতুন একটি ডিজাইন।

এটি একটি র্টি সার্ট। এখানে আমি মকাপ ব্যাবহার করেছি।  যা আমি আমার নিজের দক্ষতায় বানিয়েছি। কোথাও থেকে কপি করা হয় নি এটা। অনেক সময় ব্যায় করে বা অনেক সময় ধরে এটি তৈরি করেছি আমি। এখানে একটি বিশেষ app ব্যাবহার করা হয়েছে। যেখানে আমি আমি অনেক ধরনের টুলস ব্যাবহার করেছি।  

 

যেমন, সিলেকশন টুলস, ডিরেক সিলেকসন টুলস, পেন টুলস, গ্রেডিয়েন টুলস, কলার, ভিকটোর মেক কিলিপিং মাক্স ইত্যাদি আরো অনেক টুলস ব্যাবহার করে এটি তৈরি করেছি।

এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আশা করি ভালো লাগবে। কোনো ভুল থাকলে সেটি ধরিয়ে দিবেন

র্টিশার্টি ডিজাইন করার পরে আমি এখানে মকাপ বসিয়েছি।  যেনো এটি দেখতে আরো আকর্শনিয় হয় বা সুন্দর হয় 

আপনাদের এই ধরনের ডিজাইন প্রয়োজন হলে জানাতে পারেন।


rx Pushpa

78 Blogg inlägg

Kommentarer