বিশ্বগ্রামের অসুবিধা ও প্রতিষ্ঠার উপাদানসমূহ

আসুন জেনে নেই বিশ্বগ্রামের অসুবিধা গুলো কি কি

বিশ্বগ্রামের অসুবিধা গুলো __

১.ইন্টারনেট হ্যাকিং করে তথ্য চুরি হয় এবং তথ্যের গোপনীয়তা প্রকাশ পায় 

২.অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা হতে পারে. 

৩.জনগণ কোন কিছু পরে এবং সূত্র যাচাই না করে সত্য বলে গ্রহণ করতে পারে

৪.নেটে বেশি সময় দেওয়ার কারণে সত্যিকারের বন্ধুর চেয়ে ভার্চুয়াল বন্ধু সংখ্যা বাড়তে পারে।এতে করে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বৃদ্ধি হতে পারে 

৫.ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি।ডেভিড ও ক্রেডিট কার্ড জালিয়াতি হতে পারে। 

৬.পর্ণগ্রাফি মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয়

৭.সাইবার আক্রমণ সংঘটিত হয় 

৮.সহজে সংস্কৃতিক বিনিময়ের ফলে কোন সংস্কৃতি বিলুপ্তি ঘটে

৯.প্রযুক্তির বেশি ব্যবহারের ফলে শারীরিক সমস্যা সৃষ্টি হয় 

১০.বেকারত্ব বৃদ্ধি পায় 

১১.পৃথিবীর কতিপয় বড় বড় তথ্য প্রযুক্তি কোম্পানি তথ্য নিয়ন্ত্রণ করার ফলে পৃথিবীর ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে

১২.ব্যক্তিগত গোপনীয়তা অনৈতিক হস্তক্ষেপ ঘটে এবং প্রযুক্তি বৈষম্য সৃষ্টি হয়. 

বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ__

১.হার্ডওয়ার 

২.সফটওয়্যার 

৩.ইন্টারনেট সংযুক্ত তা কানেক্টিভিটি 

৪.ডেটা 

৫.মানুষের জ্ঞান ও সক্ষমতা 


Badhon Rahman

177 Blog Postagens

Comentários

📲 Download our app for a better experience!