বাবা-ছেলে ১

বাবা ছেলের কাহিনির মাঝে দাদা ও খলনায়ক ভিলেন কাহিনির সূচনা?

part 2বাবা-ছেলে

 

কাহিনি গল্প ইতিহাস সব যায়গায় মায়ের অবদান বেশি।

মায়ের পায়ের নিচে জান্নাতুল ফেরদৌস দেওয়া হয়েছে?

 

বাবার মূল্য ও কম না 

 

বাস্তবে জীবনেও এমন অনেক বাবা আছে যারা সন্তানের সুখ টাই আগে দেখে।

 

মুভির কাহিনি শুরু হয় নায়কের এন্ট্রি দিয়ে

গাড়ি দিয়ে সব কিছু ভেঙে চুরে গাড়ি থেকে জাম দিয়ে গাড়ির ছাদে ওঠে নিচে নামে আর মারামারি করে ভিলেনদের সাথে আর খলনায়ককে হুমকি দেই ডুপ্লিকেট বলে।

 

তারপর দৃশ্য চলে আসে একজন ব্যবসায়িক গাড়ি থেকে নামে তামাক মুখে নিয়ে মূলত সে ঘোড়া রেসের বিজনেস করে।

 

রেসের ময়দানের কাছে এসে তার এসিস্ট্যান্টের সাথে সকল বিষয়ের কথা বলে। আর রেস দেখতে তার প্রতিদন্ধির পাশাপাশি বসে চ্যালেন্জ করে ইশারায়,।।

 

কিন্তু রেস শেষে সে হেরে যায়।

 

তারপর তার অফিসে মিটিং বসে কিভাবে তারা নিজেদের জিত আনবে?

 

তারপর মিটিংয়ের মাঝে হারজিত নিয়ে কথা বলাবলি শুরু হয় বিজনেস বন্ধ নইতো তার ছেলে আনবার কথা বলা হয়।

 

তারপর তাকে বলা হয় কি সিধান্ত নিবে সে বললো তার ছেলে কি তার কথায় আসবে?

 

তারপর দৃশ্য চলে যায় বাবা ছেলের কাহিনি,,,

 

তারা দুজন বাইকে হাসিখুশি পথ চলতে ছিলো।

 

স্কুলে যেতে ছিলো আর রাস্তায় পুতুলের মাঝে মা ছেলের একটা পুতুল সে না বলে নিয়ে নেই দোকানদার থেকে ডাক নেই আর তার বাবা বলে এসব ঠিক না দ্বিতীয়বার জেনো এমন ভূল না হয়/

সে বুঝতে পারে তার ছেলে তার মাকে মিস করতে ছিলো।

 

তারপর স্কুল ছুটি হলে ছেলে দৌড়ে আসে বাবা বলে? তার বাবা ও তাকে সারপ্রাইজ দেই সেই পুতুল গিফট করে আর সে পুতুল পেয়ে পুতুলের গায়ে চুমু খাই।

তারপর তার বাবা তাকে জড়িয়ে ধরতে বলে সে বাবাকে জড়িয়ে ধরে।

রাস্তায় যাওয়ার সময় হাওয়াই মিঠাই ক্যান্ডি দেখতে পাই আর আবদার করে আর তারা বাবা ছেলে মিলে বেঞ্চে বসে খেতে থাকে বাবার খাওয়া আগে শেষ হয় আর ছেলেকে বলে আস্তে আস্তে খাচ্ছে কেনো? সে বলো তাড়াতাড়ি খেলে শেষ হয়ে যাবে তার বাবা বলে শেষ হলে আবার কিনে দিবো।

#https://youtu.be/qprj37gy2QM?si=otg0o8xN3tBVVm1S


Salma Akter

274 Blog des postes

commentaires

📲 Download our app for a better experience!