জীবন থেকে একটা জিনিস শিখেছি চাইলে কারো আপন হওয়া যায় না....... !!! ??

মানুষ আসলে যতটাও আপন সাজে ততটা আপন হয় না ....!?? হাসতে নিজে শিখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দিবে...!?? তোমার ভাল??

ছেড়ে যাবে যাও মুক্তি পেতে চাও ওকে সেটাও দিলাম কিন্তু অনুরোধ একটাই ছেড়ে যাওয়ার জন্য কোন অজুহাত দেখিয়ে যেও না তোমাকে আমার আর ভালো লাগে না বলে গেলেই পারতে শুধু শুধু এসব হাস্যকর অজুহাত কেন দেখা তুমি আমার বদনাম করবে করো তাতে একটু খোদ রেখোনা আসলে সত্যিটা কি তুমিও জানো যে আমার ভালবাসায় কোন কমতি ছিল না তোমার টাইম পাস করা লাগবে অনেক কিছু ছিলো শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাস এর জন্য বেছে নিলে..... !!!! ?? আমি তো তোমার কোন ক্ষতি করিনি তাহলে আমার সাথেই কেনো তোমার এমনটাই করতে হলো সবশেষে একটা কথা বলতে চাই কাউকে কষ্ট দিয়ে সুখ থাকবে .... ?? সেটা ভেবে থাকলে ভুল ভাবছো কষ্ট তুমিও পাবে শুধু সময়ের অপেক্ষা না এটা অভিশাপ না এটা সৃষ্টি কর্তার দেওয়া সুনিপুণ বিচার তবুও চাই তুমি ভালো থেকো জীবনে অসাধারণ চেওনা এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে... ?? আর যার ভালবাসা হবে শুধু তোমার জন্য কি মনে হয় তুমি অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে .... ?? কিন্তু কিছু  পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিয়ো না .... !! ?? যে তোমাকে অনেক বেশি ভালোবাসে ...... ???? 


Nila Islam

18 ব্লগ পোস্ট

মন্তব্য