না পাওয়া ভালোবাসা

প্রত্যকের জীবনে ভালোবাসা আসবেই প্রেম বিনা জীবন অচল প্রায়

সে আমাকে ভালোবাসেনি, আমিও তাকে বাসিনি। বরং ভাই বোন বলেই ডাকতাম। তারপরেও রিদয়ের কোথায় যেনো তার জন্য বিশাল একটা জায়গা ফাকা ছিলো। 

কি থেকে কি হয়ে গেলো, হাতাশা, কান্না, মায়া, আর আবেগ দিয়ে, এখন আমি ডিপ্রেশনে।

 

সময়টা খারাপ যাচ্ছে। তবে আশা করি ঠিক কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। এসময় ঠিক কেটে যাবে। কিন্তু মনে থাকবে আমার, নির্ঘুম অশ্রু বিজড়িত রাতগুলোর কথা।


Mostakim Nahid

24 Blog mga post

Mga komento