সময়

আজ হোক বা কাল সময় পরিবর্তন হবেই সবার ভালো সময় সারাজীবন থাকেনা তেমনি সবার খারাপ সময় সারাজীবন থাকেনা

- যে ছেলেটা কিছুদিন আগেও তামিম ইকবালের একজন কট্টর 'ফ্যানবয়' ছিলেন, তামিম ইকবালের সঙ্গে দেখা করার কিংবা একটা ছবি তুলার তীব্র আকাঙ্খা রাখতেন: সেই ছেলেটাই আজ অবাধে তামিম ইকবালের সঙ্গে আলোচনা করছেন, ঘুরে ঘুরে বিসিবি দেখছেন। 

সময় সময় সময়! আল্লাহ মুহুর্তেই সময় বদলে দেয়ার ক্ষমতা রাখেন!


Mostakim Nahid

24 Blog mga post

Mga komento